শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:৪১ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতায় রেকসোনা খাতুন আবার ফিরে পেয়েছে তার সুখের সংসার।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, চুয়াডাঙ্গার আলুকদিয়ার রাজাপুর গ্রামের আজিমুদ্দিন আলীর মেয়ে রেকসোনা খাতুন (৩৩) এর সাথে চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের জয়নাল জর্দ্দার ছেলে জিলকার জর্দ্দার (৩৮) এর ১৪ বছর আগে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়।
গত ০৯ মাস আগে থেকে বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সংসারে চলমান বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে ০৯ মাসের মধ্যে উভয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। ডিভোর্স যখন চুড়ান্ত পর্যায়ে তখন রেকসোনা খাতুন (৩৩) এর মাথায় আসে ডিভোর্স হলে তার ছেলে ও মেয়ে পিতার আদর স্নেহ হতে বঞ্চিত হবে। বিষয়টি অনুধাবন করে রেকসোনা খাতুন সংসার করার জন্য পুলিশ সুপার, কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার, উক্ত অভিযোগটি কার্যালয়ে অবস্থিত এবং নিজে উদ্বোধনকৃত “উইমেন সাপোর্ট সেন্টার” এ কর্মরত নারী এএসআই (নিরস্ত্র)/ মিতা রানী বিশ্বাস’কে দিলে তিনি উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর প্রত্যক্ষ মধ্যস্থতায় জিলকার জর্দ্দার (৩৮), এবং রেকসোনা খাতুন দম্পত্তি পুনরায় সংসার করতে সম্মত হয়। ফলে উইমেন সাপোর্ট সেন্টারের কল্যাণে রাফি ও অরিসা ফিরে পেল তার বাবা-মা’কে এবং বাবার আদর। তারা ফিরে পেল একটি সুখের সংসার।এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.