বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১২:৩১ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
প্রশাসনের নজর এড়িয়ে জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা উপেক্ষা করে দামুড়হুদার জয়রামপুরে ক্ষেতলালে নির্বিঘ্নে ফসলী কৃষি জমিতে পুকুর খনন এবং সংষ্কারের নামে বালু উত্তোলন করছে। ফলে হুমকীর মুখে পুকুরের পাশ দিয়ে বয়ে যাওয়া মাঠের রাস্তা, আবাদী জমিসহ আশে-পাশের বাগান। এ ব্যবসায় জড়িত ভূমি দস্যু কায়েম’র বিরুদ্ধে বিভিন্ন মহলে মোটা অঙ্কের মাসোহারা দিয়ে মাটি এবং বালু বিক্রি করার অভিযোগ উঠেছে। কায়েম দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে অবাধে দীর্ঘদিন ধরে বালু ও মাটি উত্তলোন করে আসছেন বলেও তার বিরুদ্ধে বিস্তার অভিযোগ রয়েছে ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
সরেজমিনে দেখা যায়, অপরিকল্পিতভাবে কৃষি জমি, পুকুর খনন, পুকুরের তলদেশ থেকে ১০-২০ ফুট গভীর করে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে ওই পুকুরের পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তা, ফসলী কৃষি জমিসহ বিভিন্ন বাগান দেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর ষ্টেশনপাড়ার মৃত সিদ্দিকের ছেলে ভূমি দস্যু কায়েম দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। দামুড়হুদা উপজেলার সমস্ত এলাকা জুড়ে রয়েছে তার বালুর ব্যবসা। বালুর কন্টাক্ট নিয়ে বসে আছে বিভিন্ন ইট ভাটা মালিকসহ বিভিন্ন বাড়িওয়ালা রাস্তার কন্টাক্টের কাছে। আর এই বালু উত্তোলন করা হচ্ছে বর্তমানে দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলার রেল গেইটের বাম পার্শ্বে আমবাগানের পাশে।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, দামুড়হুদার বড় দুধ পাতিলা গ্রামে যেতে রেল গেইটের বাম পার্শ্বে জৈনীক ব্যক্তির আম বাগানের পাশে প্রায় ৬ থেকে ৭বিঘা জমির বালু উত্তোলন করে সব সাবাড় করে দিয়েছে। বর্তমানে এখনো সেখানে ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে হুমকীর মুখে পড়েছে পাশে থাকা ত্রী ফসলী জমি গুলো।
ছোট দুধপাতিলা গ্রামের বাসীন্দারা জানান, বালু দস্যু কায়েম যেখানে বালু উত্তোলন করছে তার পাশে থাকা আমাদের ত্রী ফসলী জমি গুলো সব ভেঙ্গে বালু গর্তে বিলীন হচ্ছে। বারবার আমরা বালু দস্যু কায়েম কে নিষেধ করেও কোন লাভ হয় নি অবশেষে ওপায়ন্তর না পেয়ে আমাদের ত্রী ফসলী জমি গুলা অল্প টাকায় বিক্রি করতেও বাধ্য হচ্ছি। তাই এই বালু দস্যু কায়েমের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দ্বারা ড্রেজিং পদ্ধতিতে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সেতু, কালভার্ট, রেললাইনসহ মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বে-আইনী। অথচ বালু দস্যু কায়েম সরকারী ওই আইন অমান্য করে বড় দুধপাতিলা রেল গেইটের রেল লাইনের মাত্র কয়েক গজ দূরে থেকে ৬ থেকে ৭ বিঘা জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ভবিষ্যতে রেল লাইনের কি অবস্থা হবে? সেটাও তো একদিন এই বালু গর্ভে বিলীন হতে পারে বলে আশঙ্কা। আর সাধারণ কৃষকদের অবস্থা কি হবে সামনে আসছে বর্ষাকাল। আর এই বর্ষকালে কৃষকদের ত্রী ফলা ফসলের জমি বিলীন হবে এই বালু গর্ভে। সে কথা ভেবে কৃষকেরা তাদের কৃষি জমিতে চাষ করার সাহস পাচ্ছে না। তাই সকল কথা ভেবে কৃষি মাত্রিক দেশে কৃষকদের কথা ভেবে অতিদ্রুত এই বালু দস্যু কায়েমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.