রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১০:৪২ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি, মেহেরপুর:
মেহেরপুরে চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহজাহান আলী আদালতে আত্মসমর্পণ করেছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
০১ মার্চ সোমবার দুপুরের দিকে শাহজাহান আলী মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আদালতের বিচারক মো. তারিকুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শাহজাহান আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে গ্রামের বাবুর ছেলে। ২০১২ সালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের সফুরা খাতুন নামের এক নারী শাহজাহানের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন। ওই মামলায় ২০২১ সালের ২৬ জানুয়ারি আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.