সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:২৪ পূর্বাহ্ন
ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে পুলতাডাঙ্গা গ্রামের রসুল মন্ডলের ছেলে লিটন মন্ডলের পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে অধ্যায়নরত কন্যাকে বাল্যবিবাহ দেয়ার দায়ে পিতা ও মাতা পালিয়ে যাওয়ার কারণে বিয়ের দ্বায়ীত্বে থাকা কনের সম্পর্কে দাদা গোলাপ আলী ও চাচা সামছদ্দীন মন্ডলকে ছয় (০৬) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা ।
তিনি শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলতাডাঙ্গা গ্রামে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারায় এই আদেশ দেন । এসময় ইউএনও এর অফিস সহকারী আসাদুজ্জামান উপস্থিত ছিলেন । সাজাপ্রাপ্ত গোলাপ আলী(৬৫) পুলতাডাঙ্গা গ্রামের মৃত বিলাত আলী মন্ডলের ছেলে এবং সামছদ্দীন মন্ডল(৪৫) একই গ্রামের মৃত রিয়াজউদ্দীন এর ছেলে । ভ্রাম্যমান আদালত পরিচালোনা কাজে থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা এর নির্দেশে এসআই সুব্রত কুন্ডু সহ সঙ্গীয় ফোর্স সহযোগিতা করে।
আনোয়ার হোসেন
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.