বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১০:৫২ অপরাহ্ন
আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে মটরসাইকেলের ধাক্কায় শেখ আব্দুর রাজ্জাক টুলু (৪৮) নামে এক রেস্টুরেন্ট ব্যবসয়ী নিহত হয়েছেন। গোয়ালপাড়া বাজারে তার রেস্টুরেন্টের দোকান আছে। রোববার দুপুরে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। টুলু সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আবু তালেব শেখ ( সাবেক ইউপি মেম্বর) এর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। প্রত্যাক্ষদর্শীরা জানান, টুলু রাস্তা দিয়ে হেটে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় কালা লক্ষিপুরের হাবিবের ছেলে রাব্বির মটরসাইকেল তাকে চাপা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এ দিকে ঝিনাইদহ পৌর এলাকার হামদহ এলাকার আব্দুল আওয়ালের ছেলে ট্রাক ড্রাইভার আঃ সাত্তার তার স্ত্রী রোজি খাতুনের উপর রাগ করে গলাই ফাসঁ দিয়ে আত্মহত্যা করে। আঃ সাত্তারের ছেলে অভি বলেন আমার বাবা মায়ের উপর রাগ করে আত্মহত্যা করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান সত্যতা স্বীকার করেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.