শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:৪৮ পূর্বাহ্ন
ফাল্গুনের শুরুতেই বদলেছে আবহাওয়া। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দেশের কয়েকটি অঞ্চলে ইলশেগুঁড়ি বৃষ্টিও হয়েছে। এবার তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ আভাস দেয়া হয়েছে।
মার্চের পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এক-দুদিন মাঝারি বা তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে। এছাড়া দেশের অন্যত্র দুই থেকে তিনদিন হালকা বা মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হওয়ার আশঙ্কা আছে।
স্বাভাবিক বৃষ্টিপাত এপ্রিলেও হতে পারে। তবে এক থেকে দুটি নিম্নচাপের আভাস রয়েছে। ফলে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বজ্রসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী অথবা বজ্রঝড় এবং দেশের অন্যত্র চার থেকে পাঁচ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মার্চে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যাওয়ার আভাস। এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়িয়ে, দেশে বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ।
সূত্র: ডেইলী বাংলাদেশ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.