সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৯:৪০ পূর্বাহ্ন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচীর আওতায় দামুড়হুদা উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণ কৃত উপকরণের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, বাইসাইকেল বিতরণসহ গৃহ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ সকল উপকরণ বিতরণ করেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে ২৫ জন শিক্ষার্থীর মাঝে মোট পঞ্চাশ হাজার টাকার শিক্ষা উপকরণ, ১৩ জন শিক্ষার্থীর মাঝে পঞ্চাশ হাজার টাকা শিক্ষা বৃত্তি, ১০ জন নারী শিক্ষার্থীর মাঝে ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়াও উক্ত অনুুুষ্ঠানে ৫ জন অসহায় পরিবারের জনপ্রতি ১ লক্ষ ৭১ হাজার টাকার গৃহ প্রদানের লক্ষে গৃহসমূহের নির্মাণ কার্যক্রম শুরু করা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- বর্তমান সরকার শিক্ষা, কৃষিসহ প্রতিটি সেক্টরে অভাবনীয় উন্নয়ন করেছেন এবং তা অব্যাহত রয়েছে। আমি আপনাদের পাশে আছি, আগামীতেও থাকবো।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.