শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৭:৫৪ অপরাহ্ন
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলা কালাচাঁদপুরে মুন্সী মেহেরুল্লাহ( রঃ) বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয়েছে । ২৬ ফেব্রুয়ারি শুক্রবার, ১৩ই ফাল্গুন কালাচাঁদপুর শাভালাতে দুপুর থেকে দুই দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে।
শাভালার খাদেমা সালেহা বেগমের সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন ১২৬৫ ইংরেজি সাল থেকে হযরত শাহাজালাল রহমাতুল্লাহ আলাইহির ৬০ জনের যে কাফেলা আসে তার সাথে মুন্সী মেহেরুল্লাহ আসেন। মুন্সী মেহেরুল্লাহ তখন থেকে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। এবং মুন্সী মেহেরুল্লাহ নাম অনুসারে মেহেরপুর জেলার নাম হয় বলে তিনি জানান। তিনি আরো বলেন এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ভক্ত বৃন্দ এখানে আসে এবং ইসলামের শিক্ষা গ্রহণ করেন।
এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.