সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৯:৫৪ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দেউলী গ্রামের প্রফেসার পাড়া মসজিদ এর নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে এ কাজের শুভ উদ্বোধন করেন এ মসজিদের জমি দানকারী অব: প্রভাষক হাজী শমসের আলী।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক শাহাবুদ্দিন, জাকির হোসন, এরসাদ, ফারুক, রাজ্জাক প্রমুখ।
হাফিজুর রহমান /এ.এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.