ভাষা আমায় করেছে অনন্য, ভাষা না থাকলে হতাম বন্য। ভাষা দিয়ে হয় ভাব ভালোবাসা, ভাষায় পাই আশা ভরসা।
জগৎ জুড়ে নানান জাতির নানান ভাষা, ভাষা না থাকলে দিতাম ইশারা, হয়তো বা তখন কেউ দিত না ডাকে সাড়া, বুঝতো না মনের ব্যাকুলতা, ভাষাহীনে ভর করে নিঃশ্চুপ শূণ্যতা।
ভাষা আমার মা য়ের মুখের কথা, ভাষা শোনায় বাবার মনের ব্যাথা, ভাষা আমার অনুভুতির প্রকাশ, রাগ দুঃখ ক্ষোভ হতাশ। দেই চিৎকার! করি প্রতিবাদ জনসভা, কখনও হঠাৎ আনন্দে উচ্চস্বরে হা হা করে হাসা কি যে অপূর্ব আমার এ ভাষা।
কাক বলে কা কা।বিড়ার কয় মিউ মিউ, তোমার আমার কত কথায় কত ভাষা হিসাব রাখে না কেউ।