সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:২৫ পূর্বাহ্ন
আত্রাই( নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
দিবসের শুরুতে সাহেবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ, আত্রাই থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বনিক সমিতি শহীদদের স্মরনে পুস্পস্তবক অর্পণ করেন।
এছাড়া স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেইসাথে উপজেলা প্রশাসনের পক্ষে বিভিন্ন এতিমখানা ও মসজিদে তবারক বিতরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।
অন্যান্যেরমধ্যে বক্তব্য রাখেন ওসি আবুল কালাম আজাদ, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.