বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:৩২ অপরাহ্ন
হামিদুল হক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১৭ ফেব্রুয়ারী বুধবার পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী পলাশবাড়ী সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয় হতে আন্দুয়া কারিগরি কলেজ পর্যন্ত পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর বত্রিশ ফিল্ড আর্টিলারির ক্যাপ্টেন। এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহি অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান,পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু,তৌহিদুল ইসলাম মন্ডল,শাহ আলম সরকার ছোট বাবা, সাংবাদিক ফজলুল হক প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.