শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:১৭ অপরাহ্ন
ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
দুঃস্থ্য অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি। বুধবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে দেড়শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী।
এছাড়াও সংগঠনের সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি রেজাউল হক প্রধান, ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাকির হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, প্রচার সম্পাদক রেদওয়ানুল হকসহ সংগঠনের সদস্যরা। শীতবস্ত্র বিতরনকালে বক্তরা বলেন, প্রতিটি সংগঠন নিজ নিজ জায়গা থেকে সমাজের মানুষের জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করলে সমাজের পরিবর্তন করা সম্ভব। সেই সাথে আগামীতে এসব সামাজিক সংগঠনগুলোকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতিটি সংগঠন মানুষের পাশে থেকে কাজ করছে। সকলের সমন্বিত উদ্যোগেই দেশকে এগিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন তিনি। সেই সাথে শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার জন্য ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটিকে ধন্যবাদ জানান।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.