শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৪:৪৬ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
সরকারি নির্দেশনা অমান্য করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে ন্যাশনাল প্রি-ক্যাডেট একাডেমি নামক শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসে পাঠদান কার্যক্রম চালানোর অপরাধে ১৫ ফেব্রুয়ারী সোমবার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। একই সাথে সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে প্রতিষ্ঠানটিকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এসময় কালীগঞ্জ থানার পুলিশ সদস্যগণ ভ্রাম্যমান আদালত কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফসার।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.