শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:০৭ পূর্বাহ্ন
কামাল হোসেন খাঁন, বিশেষ প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী পৌরসভার নব নির্বাচিত মেয়র আহম্মেদ আলীকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন বামন্দী ইউনিয়নের নেতৃবৃন্দ। (১৩ ফেব্রুয়ারী) শনিবার সন্ধ্যায় এ ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। এ সময় আগামী ১৫ তারিখ সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এর আগমন ও সমাবেশ উপলক্ষে এক মতবিনিময় সভা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গাংনী পৌর সভার নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলী, মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসীম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ রাশেদুল হক জুয়েল, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলাম, বামন্দী ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক জিয়ারুল হকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.