শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:১৫ পূর্বাহ্ন
মেহেদী হাসান মিলন:
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী বাজারে দিনেদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, (১২ ফেব্রুয়ারী) শুক্রবার বেলা ১২টার দিকে কুড়ুলগাছী বাজারের মুদি ও বিকাশের বিশিষ্ট ব্যবসায়ী মামুন ষ্টোরের মালিক আঃ জাব্বারের ছেলে মামুন তার দোকান বন্ধ করে নামাযের উদ্দশ্য বাড়ী যায়। দুপুর ১টার দিকে মামুন তার বাড়ীতে থাকা সিসি ক্যামেরায় দোকানের ভিতরে আলো দেখতে পাই। এতে করে তার সন্দেহ হলে সে দ্রুত দোকান খুলে দেখে চোর তার দোকানে থাকা সিন্দুকে রাখা ২ লক্ষ ৭০ হাজার টাকা ও বেচাকেনার প্রায় লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে।
এ সময় সে দেখে তার দোকানের উপরের টিন কাটা এবং চোর সেখান দিয়েই প্রবেশ করেছে। ছাদের উপরে গিয়ে দেখা যায় সুচুতুর চোর দোকানের টিনের চালের উপরে থাকা সিসি ক্যামেরাটির ক্যাবল কেটে দিয়ে সংযোগ বিছিন্ন করেছে। সিসি ক্যামেরায় দেখা যায় চোর দোকানে প্রবেশের ৫ মিনিটের ভিতর টাকা চুরি করে নিয়ে চম্পট দিচ্ছে।
মামুন জানান, ইতিপূর্বেও তার দোকানে আরো একবার চুরি হয়েছে মামলা হলেও তবে সে চোর আজও ধরা পড়ে নি। সে আরো জানান, তার সব শেষ হয়ে গেলো। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন দর্শনা থানার এসআই মাজাহারুল, এস আই সাইফুল ইসলাম।
এ বিষয়ে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে মামলা পক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন এসআই সাইফুল।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.