শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০১:০২ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। (১২ ফেব্রুয়ারী) শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এস আই হাসানুজ্জামানের নেতৃত্বে জাফরপুর বন বিভাগের সামনে চুয়াডাঙ্গা- ঝিনাইদহ সড়কের উপর অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ী গ্রামের মৃত খেদের আলীর ছেলে কাওছার মন্ডল (৫০) এবং সদর উপজেলার হানুরবাড়াদী গ্রামের মুসা হক আলীর ছেলে মঙ্গল মন্ডল (৪৫)।
আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.