শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০১:১৫ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় ২ amp;B নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা পৃথক দুটি স্থানে মাদকবিরোধি অভিযান চালিয়ে গাঁজা ও তাড়িসহ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালি পূর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মুসলিমা খাতুন (৫০) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিম পাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪৫)। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারি উপ-পরিদর্শক সাহারা ইয়াছমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার পিরোজখালী গ্রামে মাদকবিরাধি অভিযান চালায়। এ সময় ওই এলাকার মুসলিমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুসলিমা খাতুনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৫শ’ টাকা জরিমানা করেন।
অপরদিকে, বেলা ৪ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া মমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একই অভিযানিক টিম চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলাগছী মুসলিমপাড়ার হাসিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ২০ লিটার তাড়িসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া মমতাজ ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাসিনা বেগমকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডসহ ৫শ’ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগীতায় ছিলেন পেশকার আব্দুল লতিফ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.