রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৬:২৯ অপরাহ্ন
গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলার করমদি হাই স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলা অংশ গ্রহন করেন মদনাডাঙ্গা ফুটবল একাদ্বশ বনাম পীরতলা ফুটবল একাদ্বশ। হাজার হাজার দর্শকের মুহুমুহু করতালির মাধ্যমে খেলা পরিচালিত হয়। খেলার পরিপূর্ণ সময়ে মদনাডাঙ্গা ফুটবল একাদ্বশকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয় পীরতলা ফুটবল একাদ্বশ।
এ সময় উপস্থিত ছিলেন, গাংনী থানার অফিসার ইনচার্জ মোঃ বজলুর রহমান, পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নিমসার আলী, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার, গোলাম হোসেন, খোরশেদ আলম প্রমুখ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.