রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:২৬ অপরাহ্ন
দর্শনা (চুয়াডাঙ্গা) অফিস:
দর্শনায় রেলইয়ার্ডে মালামাল লোড হওয়া ট্রাকের ধাক্বায় মালবাহী ট্রেনের মাঝে আটকে পড়ে শান্তিনগরের সাজু (২৫) নামে এক ইয়ার্ড শ্রমিকের মর্মান্তিক ভাবে নিহত হয়েছে। সে দর্শনা পৌর এলাকার শান্তিনগরের মহিদুল ইসলামের ছেলে।
ঘটনা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে প্রতিদিনের ন্যায় দর্শনা রেল ইয়ার্ডে দিন হাজিরায় লেবারের কাজ করতে এসেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে প্রতিদিনের ন্যায় আর বাড়িতে ফিরে যেতে পরেনি। সে তার মতো করে ঠিকঠাক ভাবেই কাজ করছিলো ভারত থেকে আসা ওয়াগন ভর্তি মালামাল ট্রাকে তুলে ট্রাক লোড শেষে সাজু সকাল ৯ টার দিকে ট্রাকের পিছনে ট্রেনের ওয়াগন (বগি’র) পাশে দাড়িয়েছিলো কিন্তু আন্দুলবাড়িয়ার লতিফ ট্রেডার্সের ওই ট্রাকের ড্রাইভার রিয়াজ (যদিও সে হেলপার) তবে সে গাড়ি স্টার্ট করে সামনে নেওয়ার পরিবর্তে গাড়ি আগে থেকে ব্যাক গিয়ারে রেখে দেওয়াতে চালকের অসাবধানত কারনে পিছনের দিকে যায়, যার ফলে পিছনে ট্রেনের পাশে দাড়িয়ে থাকা সাজু কিছু বুঝে ওঠার আগেই ট্রাকের ডালা সাজুর বুকে যেয়ে ধাক্কা দিলে ট্রেনের ওয়াগনের সাথে চেপে মারাত্বক ভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। স্থানীয় লোকজন সহ সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের নিকট নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লতিফ ট্রেডার্সের সাথে নিহত সাজুর পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় কোন অভিযোগ না থাকায় ওইদিন বাদ আছর নিহতর নামাজের জানযা শেষে মোবারকপাড়া কবরস্থানে দাফনকাজ সম্পন্ন করা হয়। সে মৃত্যুকালে স্ত্রী, ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.