রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:২৪ অপরাহ্ন
সমাজের কাছে নিগৃহীত একজন দৃষ্টি প্রতিবন্ধী জিয়াউর রহমান। ভিক্ষাবৃত্তি ছিলা যার একমাত্র পেশা। চুয়াডাঙ্গা জেলার মান্যবর জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার একদিন তার সম্পর্কে জানতে পারলেন। সাধারণ মানুষের অকৃত্রিম ভালবাসার মানুষ জেলা প্রশাসক মহোদয় সাথে সাথে তার জন্য কিছু করার প্রত্যয় ব্যক্ত করলেন।
তাকে স্বাবলম্বী করার জন্য একটি দোকান করে দেয়ার ব্যবস্থা করলেন। তার দৈনিক রোজগারের ব্যবস্থা হলেও ছিল না কোন থাকার ঘর। মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব এবং তদূর্ধ্ব কর্মকর্তারা যখন একটি ঘর তৈরী করে দেয়ার প্রস্তাব দেন। তখন চুয়াডাঙ্গায় করোনা কালীন সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত খাদ্য সচিব স্যার ঘরটি চুয়াডাঙ্গায় উপহার দেয়ার নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক মহোদয় কথাটি শোনা মাত্রই জিয়াউর রহমান কে ঘরটি উপহার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। ১০ই ফেব্রয়ারী রোজ বুধবার আনুষ্ঠানিক ভাবে তার ঘর এবং দোকান এর শুভ উদ্বোধন এবং হস্তান্তর করেন জেলা প্রশাসক মহোদয়। এভাবেই একজন অন্ধ ভিক্ষুক জেলা প্রশাসক মহোদয়ের হাত ধরে সকলের সহযোগিতায় স্বাবলম্বী হয়ে উঠেছেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.