সোমবার, ০১ মার্চ ২০২১, ০৬:২৯ অপরাহ্ন
মেহেরপুর থেকে, কামাল হোসেন খাঁন:
মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও নবগঠিত বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবগঠিত বারাদী ইউনিয়নের চেয়ারম্যান পদ পার্থী মোমিনুল ইসলাম (মোমিন)।
আজ মেহেরপুরং ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস (কোভিড) ১৯ টিকার প্রথম ডোজ নিলেন। মোমিনুল ইসলাম মোমিন সকলেই কাছে দোয়া চেয়েছেন পরবর্তী ২য় ডোজ নিয়ে সুস্থ থেকে বারাদী ইউনিয়নবাসীর পাশেযেন থাকতে পারে । মোমিনের পক্ষ থেকে দোয়া চেয়েছেনবারাদী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আল মামুন,নব গঠিত বারাদী ইউনিয়ন ছাএ লীগপর সাধারণ সম্পদক আর এ রবিন, মেহেরপুর জেলা ছাএলীগের সদস্য সফিকুর রহমান লিটন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.