বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৫:২৭ পূর্বাহ্ন
রহমান রঞ্জু, বিশেষ প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন” এর উদ্যোগে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে অধ্যায়নরত মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে হেল্প ডেক্স কর্মসূচি চালু করা হয়েছে, কলেজে অধ্যায়নরত যে সকল মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীরা আর্থিক সমস্যার কারনে ভর্তি কিংবা পরীক্ষার ফরম পূরণ করতে পারেনা তাদেরকে সহযোগিতার করার জন্য চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে হেল্প ডেক্স সেবা চালু করা হয়েছে, কলেজের পাঠাগার থেকে শিক্ষার্থীরা সংগঠন থেকে প্রাপ্ত ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমাদান করতে পারবে, উক্ত ফরমের সাথে মেয়র-কাউন্সিলর চেয়ারম্যান বা মেম্বার কর্তৃক অস্বচ্ছলতার প্রত্যয়ন পত্র, নাগরিক সনদ, কলেজ অধ্যক্ষের সুপারিশ পত্র সংযুক্ত করতে হবে, চূড়ান্ত বাছাই পর্ব শেষে যারা প্রকৃতপক্ষে মেধাবী ও দরিদ্র তাদেরকে ভর্তি ফরম পূরণের জন্য অনুদান প্রদান করবে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখা, আজ ৯ ই ফেব্রুয়ারী মঙ্গলবার বেলা ১২ টার সময় হেল্প ডেক্স সেবাটি উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, এ সময় তিনি বলেন, শিক্ষার উন্নয়ন ব্যতীত জাতির উন্নয়ন সম্ভব নয় , তাই শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, সহকারী অধ্যাপক শাহজাহান আলী, প্রভাষক মামুনুর রশিদ, প্রভাষক মাসুদ পারভেজ, প্রভাষক মৌছুফারাদুনি, আরো ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাইফ হোসেন, সহ সভাপতি রাসেল শাহ, সাধারণ সম্পাদক আল রোমাজ রাজন, সহ-সাধারণ সম্পাদক সোহান হোসেন, অর্ণব আহমেদ মিঠুন, আল নোমান প্রমুখ,
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.