বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১০:৫৯ অপরাহ্ন
মেহেরপুর থেকে, বিশেষ প্রতিনিধি:
মেহেরপুর শহরের কুষ্টিয়া সড়কে অভিযান চালিয়ে জাপান টোব্যাকো কোম্পানীর সরকার কর্তৃক নিষিদ্ধ সিগারেটের বিপুল পরিমাণ প্রচারপত্র ও সিগারেট বিক্রির অফারের পুরষ্কার সামগ্রী উদ্ধার করেছে।
আজ সোমবার সকাল ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সকালে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল জাপান টোব্যাকো কোম্পানীর অফিসে তল্লাশি চালায়। এসময় জাপান টোব্যাকো কোম্পানীর অফিসের একটি কক্ষ থেকে ও অফিসের পিছনে একটি গোয়ালঘর থেকে প্রচারপত্র ও সিগারেট বিক্রির অফারের পুরষ্কার উদ্ধার করা হয়। এর পরপরই অভিযান চালানো হয় জাপান টোব্যাকো কোম্পানীর বিক্রয় প্রতিনিধি দীঘিরপাড়া গ্রামের রাজুর বাড়িতে। এসময় রাজুর বাড়ির ভিতর থেকে ও তার বাড়ির সামনের একটি হোমিও ঔষুধের দোকান থেকে বিপুল পরিমান প্রচারপত্র এবং কাঁচের তৈরি বিভিন্ন ধরণের উপহার সামগ্রী উদ্ধার করা হয়। এসময় সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সিগারেটের প্রচারপত্র প্রচারপত্র ও পুরষ্কার সামগ্রী উদ্ধার করা হয়েছে। তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১ এর ক ও গ ধারায় জাপান টোব্যাকোর ডিপো ইনচার্জ আতিয়ার রহমানের নিকট থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত প্রচারপত্র আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পুরষ্কার সামগ্রী মেহেরপুরের বিভিন্ন এতিমখানায় প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অভিযান চলাকালে জেলা স্যানিটারী ইন্সপেক্টর তমিজউদ্দীন, মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.