শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:০১ অপরাহ্ন
হাফিজুর রহমান :
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এর মাধ্যমে সারাদেশে একযোগে টিকা কার্যক্রম শুরু করেন। এ ধারাবাহিকতায় আজ সকালে দামুড়হুদা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এ কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এ সময় তিনি বলেন টিকা প্রয়োগে দেশের পরিস্থিত আবারও স্বাভাবিক হবে, আবারো মানুষের কাজের গতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন বাবু।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাফুজুর রহমান মন্জু।এছাড়া আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক হযরত আলীসহ
দামুড়হুদা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ।উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোহাম্মদ জামাল শুভ। এ সময় কোভিড-১৯ ভেক্সিনেশন প্রোগ্রামের শুভ উদ্বোধনকালে দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফসহ বেশ কয়জন ভেক্সিন গ্রহন করছেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.