রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:০৫ অপরাহ্ন
মেহেরপুর গাংনী প্রতিনিধি, কামাল হোসেন খাঁনঃ
মেহেরপুরের গাংনীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২০-২১ আওতায় মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা চত্বরে সমাপনি অনুষ্ঠানের আয়োজন করে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস। এতে সহযোগিতায় গাংনী উপজেলা পরিষদ। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ও জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,এ খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন গাংনী পাইলট হাইস্কুল এন্ড কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক আশরাফুল হক, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আতর আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যে তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন, গাংনীর বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম। প্রধান অতিথির বক্তব্যেই গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক বলেন, খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধি,চরিত্র গঠন,সামাজিক সম্প্রীতি তৈরী, নেতৃত্বদানসহ নানাাভাবে সামাজিক উন্নয়নে অবদান রেখে থাকে। গাংনীতে খেলাধুলা চর্চায় অনেক এগিয়ে খেলোয়াড়রা। ভলিবল, ফুটবল, ক্রিকেট, ভারোত্তোলনসহ নানা খেলায় সাফল্য ছিনিয়ে এনেছে গাংনীর খেলোয়াড়রা। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে গাংনীর খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনবে এটাই আমাদের প্রত্যাশা। ইতোমধ্য ভারোত্তোলন খেলায় গাংনীর খেলোয়াড়রা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছেন। গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী পৌরসভার নব-নিবার্চিত কাউন্সিলর হাফিজুর রহমান, গাংনী বিআরডিবি’র সভাপতি আলী আজগর, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বাবু মিয়া, ভলিবল প্রশিক্ষণের সহকারী আলামিন হোসেন, আব্দুল গাফ্ফার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক, সাংবাদিকবৃন্দ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.