সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:৩৪ অপরাহ্ন
মেহেরপুর থেকে, বিশেষ প্রতিনিধি:
মেহেরপুর চুয়াডাঙ্গা মহা সড়কের চাঁদপুর নামক স্থানে অবৌধু ষান আলমসাধু উল্টে তিন জন আহত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজার থেকে ছেড়ে যাওয়া আলমসাধুুটি চাঁদপুর নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৩ জন আহত হয়। আহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার নব গঠিত বারাদী ইউনিয়নের নতুন দরবেশপুর গ্রামের বাঘপুটে আলীর ছেলে, ইউসুফ আলী (৬০) একই গ্রামের কুরবান আলীর ছেলে নজির উদ্দীন (৪০)ও পুরাতন দরবেশপুর গ্রামের ইবাদতের ছেলে ইকরামুল হক (৪৫) গুরুতর আহত হয়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা সৃথলে পৌয়ছায়ে তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.