সোমবার, ০৮ মার্চ ২০২১, ১২:০৬ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি-
নিখোঁজের ৫ দিন পর থেকে জিসান হোসেন (০৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর উজেলার বজরাপুর গ্রামে একটি ডোবা থেকে জিসানের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জিসান হোসেন মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামের ফারুক হোসেনের পুত্র।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ৫ দিন আগে নিখোঁজ হয় শিশু জিসান। নিখোঁজ হওয়ার পর তার পরিবার পক্ষ থেকে গত ২৭ জানুয়ারী মহেশপুর থানায় জিডি করা হয়। সোমবার দুপুরে বাড়ীর পাশের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ ভাষতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.