শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৬:০১ পূর্বাহ্ন
দর্শনা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা পৌরসভার ৪র্থ বারের মতো নির্বাচিত মেয়র দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি জননেতা মতিয়ার রহমানকে দর্শনা পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা রোববার সকাল ১১টার সময় পৌর মেয়রের ইসলাম বাজারের বাসভবনে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
বারবার নির্বাচিত মেয়র মতিয়ার রহমান কর্মকর্তা কর্মচারীদের উর্দ্দেশে বলেন, দর্শনাবাসী আমাকে বারবার নির্বাচিত করছে তাদের সেবা করার জন্য। পৌরসভা সেবা প্রদানকারী হাতিয়ার হচ্ছে কর্মকর্তা কর্মচারীরা। আমি চাই আপনাদের মাধ্যমে জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছায়ে দিতে চায়। তবে কোন ব্যক্তির গাফিলতি কারণে কোন পৌরবাসী সেবা থেকে বঞ্চিত না হয়। আর হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এ সময় উপস্থিত ছিলেন, দর্শনা পৌর সচিব মনিরুজ্জামান শিকদার, দর্শনা পৌরসভা সার্ভিস এসোসিয়শনের সভাপতি আরিফিন হোসেন, সাধারণ সস্পাদক হারুন অর রশিদ, সহ-সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি সরওয়ার হোসেন, শাহ আলম, রুহুল আমিন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আওলাদ হোসেন মমিনুল ইসলাম, রুহুল আমিন শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া, ইনতাজ আলী আব্দুল মজিদ, মেহেদী হাসান, আব্দার আলী, কাকলী খাতুন নিপা মোনানিসা, মাকসুদা মাছুরা আলপনাসহ আরও অনেকে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.