বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১১:২৫ অপরাহ্ন
ষ্টাফ নিপোর্টার:
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। গতকাল রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও শৈত্য প্রবাহের কারণে ঠাণ্ডার মাত্রা কমেনি মোটেও। ফলে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এ এলাকার জনজীবন।
তীব্র শীত ও ঠাণ্ডা বাতাস মিলিয়ে ব্যাহত হচ্ছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বেশী দুর্ভোগে পড়েছেন এ এলাকার খেটে খাওয়া মানুষ। এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে ও চায়ের দোকানে শীত নিবারণের চেষ্টায় খড়কুটো জ্বালিয়ে উত্তাপ নিতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। তীব্র শীতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, গতকাল রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬ দশমিক ২ ডিগ্রী। চলতি শীত মৌসুমে এ জেলায় এটাই এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এ অবস্থা আরও কয়েকদিন থাকবে বলে তিনি জানান।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.