রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৬:১৯ অপরাহ্ন
জেলা প্রতিনিধি,শেরপুরঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক বাক্কার ভোট পেয়েছেন ১২ হাজার ৯৫৬ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী পেয়েছেন ২ হাজার ৪১১ ভোট। নালিতাবাড়ী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২২ হাজার ১৩৩ জন। ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী পৌরসভায় আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক বাক্কার, বিএনপির সমর্থিত ধানের শীষ প্রতীকের আনোয়ার হোসেন মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জনসহ মোট ৫৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট শান্তিপূর্ণ করতে ৩ শতাধিক পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.