বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম কে আটক করেছে। চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে আজ রবিবার ৩১ জানুয়ারী দুপুর ১ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের দর্শনা থানার চৌকস অফিসার এ এস আই মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর -মদনা হৈমতপুর গ্রামস্থলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর- মদনা হৈমতপুর গ্রামস্থল শহীদ পাঁচ কবর এর সৃতিসৌদ্ধের সামনে তিন রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম কে আটক করে পুলিশ। পরে আটককৃত আসামির দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত আসামি হলো দর্শনা থানাধীন ছোট বলদিয়া গ্রামের গোলাম রহমান ছেলে ইসলাম( ৪৬)।
দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়া চলছে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.