সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:১৬ পূর্বাহ্ন
আলমগীর কবির, দর্শনা থেকেঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পৌরসভায় আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী পুনরায় নির্বাচিত হয়ে মেয়র হলেন মতিয়ার রহমান তিনি ১৭হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত হাবিবুর রহমান বুলেট পেয়েছেন ১হাজার ৯১ভোট ও জামায়াত সমর্থীত স্বতন্ত্র প্রার্থী আশকার আলী পেয়েছেন ৪১৮ ভোট। শনিবার সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডে ১৬ টি কেন্দ্রে ৮২টি বুথে গোপন ব্যলটের মাধ্যমে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। শনিবার রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা তারেক আহম্মেদ ফলাফল ঘোষনা করেন। উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিট্রেট দিলারা রহমান বলেন, ভোট কেন্দ্র ও এর আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ গ্রহণ করা হয়েছে। কোন কেন্দ্রে কোন ধরনের অনিয়ম হয়নি বা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.