সোমবার, ০১ মার্চ ২০২১, ০১:২৪ অপরাহ্ন
তথ্য সচিব খাজা মিয়া করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তার সঙ্গে তার স্ত্রী সরকারের অতিরিক্ত সচিব খালেদা আক্তারও টিকা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) স্থাপিত টিকা কেন্দ্রে এ টিকা গ্রহণ করেন তারা।
এই হাসপাতালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিএসএমএমইউর উপাচার্য প্রফেসর কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নানসহ ১৯৮ জন টিকা নেন।
সরকারের সচিবদের মধ্যে তথ্য সচিবই প্রথম টিকা গ্রহণ করেছেন বলে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরই ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেন নার্স রুনু ভেরোনিকা কোস্তা। টিকা নেওয়ার এই দৃশ্য প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নার্স রুনুকে সাহস ও উৎসাহ জোগান।
পাশাপাশি করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দেওয়ার জন্য শেখ হাসিনা দেশের সব স্বাস্থ্যকর্মীকে অভিনন্দন জানান।
রুনুর পরই টিকা নেন চিকিৎসকদের প্রতিনিধি মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুৎফুল মোবেন। তারপর একে একে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক (ডা.) নাসিমা সুলতানা, পুলিশ সদস্যদের প্রতিনিধি হিসেবে মতিঝিল ট্রাফিক বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম, সেনাসদস্যদের প্রতিনিধি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। গতকাল প্রথম দিন ২৬ জন করোনার টিকা নেন।
বৃহস্পতিবার রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪১ জন করোনাভাইরাসের টিকা নেন। এর মধ্যে বিএসএমএমইউতে ১৯৮ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন ও কুয়েত মৈত্রী হাসপাতালে ৫৮ জন টিকা নেন।
সূত্র: পূর্বপশ্চিমবিডি
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.