বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:২০ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ
২৮ জানুয়ারি’২০২১ ঝিনাইদহের কালীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক, কালীগঞ্জ হাজী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শহিদুল ইসলাম ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে তিনি নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা নিউরো সাইন্সে রেফার্ড করেন। তার সাথে থাকা পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল জানান, সকাল ৮ টার দিকে সম্পাদক শহিদুল ইসলাম নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়ার পর ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্সে রেফার্ড করেন। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, তার মস্তিস্কে রক্তক্ষরণসহ ৩/৪ টি শিরায় সমস্যা হয়েছে। তার অবস্থা গুরুতর। এদিকে সম্পাদক শহিদুল ইসলামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সদস্য মনজুরুল আহসান লিতু, শাকিল আর সালাম, অপূর্ব রায়, কালাম গাজী, মনিরুজ্জামানসহ ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুরূপভাবে রোগমুক্তি কামনা করেছেন, কালীগঞ্জের কর্মরত অন্যান্য সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, কালীগঞ্জ হাজী কল্যাণ সমিতি ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.