সোমবার, ০১ মার্চ ২০২১, ১২:৪২ অপরাহ্ন
আইনুল হক পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) ইকো ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ ও প্রোমোট যুব নেটওয়ার্কের আয়োজনে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু ম্যুরাল এর সামনে টাঙ্গন বাঁচাও কুলিক বাঁচাও ক্যাম্পেইন উপলক্ষে মানববন্ধন করেছেন ইএসডিও প্রোমোট প্রকল্প।
এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গন বাঁচাও কুলিক বাঁচাও সংগঠনের ছাত্রনেতা সাগর ইসলাম মিম, যুব নেতা সুমন আলী, রুমি আক্তার সহ প্রোমোট যুব নেটওয়ার্কের সকল সদস্যরা।
এসময় বলা হয় ভূমিদস্যুদের কাছ থেকে আমরা যদি নদীকে রক্ষা না করতে পারি তবে একদিন নদী বিলীন হয়ে যাবে। সাথে আমাদের দেশের নদীর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। এতে সংহতি প্রকাশ করেন অধ্যাপক আসাদুজ্জামান আসাদ। প্রশাসনের কাছে দাবি জানিয়ে বক্তারা বলেন যারা নদী থেকে বালু উত্তোলন করছে এবং নদীর জমি দখল করে খাচ্ছে তাদের কাছ থেকে যেন প্রশাসন নদীকে রক্ষা করার জন্য যা যা দরকার তাই যেন প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করে। নদীকে তার আসল রুপ ফিরিয়ে দেয়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.