বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১১:০৯ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুস সাত্তার নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদজোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত আব্দুস সাত্তার (৭০) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মৃত ছবেদার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান জানান, শ্বাসকষ্ট ও ঠান্ডজনিত রোগে আক্রান্ত হলে আব্দুস সাত্তারকে গত ২৫ জানুয়ারী সোমবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হলুদ জোনে ভর্তির করা হয়। পরদিন ২৬ জানুয়ারী মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর পর আব্দুস সাত্তারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়ার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
অপরদিকে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা থেকে মোট ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। তাদের মধ্যে সবাই নেগেটিভ। তিনি আরও জানান, চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬শ’ ৫৯ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৬শ’ ৭ জন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসনে ভর্তি আছে ৪ জন এবং হোম আইসোলেসনে আছে ৫ জন। একজনকে ঢাকায় রেফার করা হয়েছে। গতকাল মঙ্গলবার কোন ব্যাক্তির মৃত্যু না হলেও এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছে ৪৫ জন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.