সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৮:০৯ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষে ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জাইকার অর্থায়নে ও উপজেলা যুব উন্নয়নের ব্যবস্থানায় এবং সদর উপজেলা পরিষদের আয়োজনে সোমবার দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু চাকরীর জন্য বসে থাকলে হবে না। বাংলাদেশ সরকার দেশের বেকারত্বকে দুর করতে বিভিন্ন প্রশিক্ষণসহ সবধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশিক্ষাণের মাধ্যমে গরুর খামার, হাঁস-মুরগির খামার করে সামলম্বি হওয়া সম্ভব। আলোচনা সভা শেষে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, উপজেলা প্রকৌশলী আরিফুদৌলা, যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম ও জাইকার উপডেভেলপমেন্ট অফিসার আখতারুজ্জামানসহ আরও অনেকে। ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণে ২০ জন তরুণ উদ্যোক্তা এই কোর্সে অংশ গ্রহণ করছে। ২৫ জানুয়ারী থেকে ২৫ ফেব্রুয়ারী পর্যন্ত ১ দিন অন্তর অন্তর তাদের প্রশিক্ষণ চলবে।
আইটি বিভাগ থেকে জানা গেছে, মার্কেটিং ও গ্রাফিক্স সেকশনে তাদের প্রশিক্ষণ দেয়া হবে । তাদের প্রশিক্ষণ দিচ্ছেন আইটি বিভাগের তরিকুল ইসলাম, রাজু আহমেদ, মেহেবুব হাসান ও মাযাহারুল ইসলাম।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.