শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৬:২২ পূর্বাহ্ন
হুমায়ুন কবির:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন হোগলডাঙ্গা গ্রামের মৃত মহর আলী শেখ’র ছেলে আকতার শেখ (৬৮) বৃদ্ধ লোকটি কাউকে (২৪ জানুয়ারী) সকাল ১১টার সময় কিছু না বলেই পুলিশ সুপারের কার্যালয়ের অদূরে মাথাভাঙ্গা নদীর ধারে যান। নদীর ধারে যেয়ে তিনি হঠাৎ মাথা ঘুরে নদীর পানির মধ্যে পড়ে যান। নদীর পানিতে শব্দ হওয়ায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খাঁন বিষয়টি লক্ষ করেন; যে বৃদ্ধ লোকটি পানিতে পড়ে গেছেন এবং বাঁচার জন্য প্রাণপণ চেস্টা চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ, কামরুজ্জামান সাথে থাকা অফিসার ফোর্সদের সহযোগীতায় বৃদ্ধকে মাথাভাঙ্গা নদীর পানি থেকে উদ্ধার করে পুলিশ সুপার’র কাছে নিয়ে আসেন। পুলিশ সুপার বৃদ্ধের দুঃখের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন। চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম নিজস্ব অর্থায়নে অসহায় বৃদ্ধকে নতুন লুঙ্গি, পাঞ্জাবী, শীতের জ্যাকেট, মাফলার এবং জুতা কিনে দেন। বৃদ্ধের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ সামগ্রী নগদ টাকা ও শীতের কম্বল প্রদান করেন এবং ইজি বাইক ভাড়া করে বৃদ্ধের নিজ বাড়ি দামুড়হুদা থানা ধীন হোগলডাঙ্গা গ্রামে পৌঁছানোর সু-ব্যবস্থা করে দেন। এ সময় অসহায় বৃদ্ধ আক্তার শেখ আবেগ আপ্লুত হয়ে পড়েন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও জেলা পুলিশের সকল সদস্যদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে মন ভরে দোয়া করেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.