শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:৫৭ পূর্বাহ্ন
বিনোদন প্রতিবেদকঃ
পরিচালক নিয়ামুল হাসান মুক্তা এবার নির্মাণ করছেন রক্তজবা। এর আগে তিনি নির্মাণ করেছেন কাঠবিড়ালী। আগের ছবিটিতে নায়িকা হিসেবে কাজ করেছিলেন অর্চিতা স্পর্শিয়া। রক্তজবা ছবিতে কাজ করবেন তিশা। নবাব এলএলবি ছবিতে একটি বিতর্কিত দৃশ্যে অভিনয় করে স্পর্শিয়া বেশ সমালোচিত হচ্ছেন। এর আগে একটি গানে তিনি ১৪টি চুমু খেয়েছেন। অশ্লীলতার তকমা পাওয়া শুধু একটি দৃশ্যের জন্য পরিচালক অনন্য মামুন পরিচালক সমিতির সদস্য পদ হারিয়েছেন আজীবনের জন্য। এমন কি তিনি মামলায় জড়িয়ে কারাগারেও ছিলেন। সেই ঘর থেকেও স্পর্শিয়া বাদ পড়ছেন। এখন অর্চিতা কাজ করবেন রোজিনা পরিচালিত অনুদানের ফিরে দেখা ছবিতে। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন রোজিনা ও ইলিয়াস কাঞ্চন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.