শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:০৫ অপরাহ্ন
হাতে হাত রেখে ক’এক মিনিটের ব্যবধানে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী। করোনাভাইরাসে এমন হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিওতে। তারা প্রায় ৭০ বছর ধরে বিবাহিত ছিলেন। এ খবর দিয়েছে ইয়াহু নিউজ।
খবরে বলা হয়েছে, গত ২২শে ডিসেম্বর ডিক মিক (৯০) এবং শার্লি মিক (৮৭) তাদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করেন। এর ক’এক সপ্তাহের মাথায়ই তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাদের আলাদা আলাদা রুমে রাখা হলেও পরিবারের অনুরোধে তাদেরকে এক রুমে এনে রাখা হয়।
বাবা মায়ের মৃত্যু প্রসঙ্গে তাদের মেয়ে ডেবি হাওয়েল জানান, প্রথমে আমার মা মারা যান। তারা একজন আরেকজনের হাত ধরে ছিলেন।
মা মারা যাওয়ার পরে নার্স তার মাথা আমার বাবার কাঁধে রাখেন। এর কিছুক্ষণ পরেই বাবার মৃত্যু হয়।ডেবি বলেন, আমি আশা করছি আমার বাবা-মায়ের এই ঘটনা মানুষকে কোভিড-১৯কে গুরুত্বের সঙ্গে নিতে উৎসাহী করবে। মৃত্যুর তিন দিন পরেই তাদের ভ্যাকসিন নেয়ার কথা ছিল।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.