বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪৪ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার :
সরকারী আদেশ অমান্য করে মহাসড়কের পাশে গাছের গুড়ি রাখার অপরাধে কাঠ ব্যবসায়ী খালেক কে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত সিংহ। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কাঁঠালতলা বাজারে সরকারী নির্দেশনা অমান্য করে মহাসড়কের দু’পাশে গাছের গুড়ি ফেলে রাখার অপরাধে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৯৮ (৩৬) ও ৮৯ ধারায় দোষী সাব্যস্ত করে জয়রামপুর হাজী পাড়ার মৃত আজিজুল হকের ছেলে আব্দুল খালেক কে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা বন বিভাগের কর্মকর্তা রকিবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন উপজেলা সহকারী সার্টিফিকেট জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার এএসআই মসলেম উদ্দিন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.