বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১১:২৮ অপরাহ্ন
স্টাফ রিপাের্টার : মেহেরপুর সদর উপজেলার শোলমারী সীমান্তে ১২৮ নাম্বার ৪ এস মেইন পিলারের কাছে ভারতীয় সীমান্তে এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে।
আজ বুধবার (২০ জানুয়ারি) সকালে শোলমারী গ্রামের কৃষকরা সীমান্তের মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে শোলমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা মরদেহটি সনাক্তের জন্য বিএসএফকে খবর দেয় ।
বর্ডার গার্ড বাংলাদেশ চুয়াডাঙ্গা-৬ ব্যাট্যালিয়নের পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান (পিএসসি) জানান, সকালে সীমান্তের ১২৮ নাম্বার পিলার কাছে ভারতীয় সীমান্তের মধ্যে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। বিষয়টি আমরা বিএসএফকে মৌখিকভাবে জানিয়েছি।
তিনি আরো জানান, স্থানীয়রা জানিয়েছেন মারা যাওয়া ব্যক্তি ভারতীয় নাগরিক। কয়েকদিন থেকেই তিনি এই মাঠেই ঘোরাঘুরি করছিলেন। রাতের কোনো এক সময় সে মারা গিয়েছে এবং ভারতীয় অংশে। বিজিবি দুপুরের দিকে বিএসএফকে অনুরোধ জানিয়েছে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য।
বিকেল পর্যন্ত মরেদহটি ঘটনাস্থলেই পড়ে আছে। তবে মরদেহটি বিএসএফ উদ্ধার করে ভারতে নেয়ার প্রক্রিয়া চলছে বলে স্থানীয় শােলমারী বিজিবি সূত্র জানায়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.