সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৯:৪৭ পূর্বাহ্ন
গহরপুর গ্রাম থেকে ফিরে, কামাল হোসেন খাঁন :
মেহেরপুর সদর উপজেলা গহরপুর গ্রামের গার্মেন্টস ব্যবসায়ী মাসুম হােসেন (২৮) ও তার স্ত্রী ইভা খাতুন (২৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা হাতিকাটা মোড়ে সড়ক দূর্ঘটনা ঘটনায় নিহত হয়। এক কন্যা সন্তানের জনক নিহত মাসুম মেহেরপুর সদর উপজেলা গহরপুর গ্রামের মৃত আদম আলী মাস্টারের ছেলে। জানা গেছে,মাসুম ফ্রিজ কেনার জন্য তার স্ত্রীকে সাথে নিয়ে চুয়াডাঙ্গা বাজারে গিয়েছিলেন। ফ্রিজটি কেনা শেষে একটি ভ্যানে তুলে দিয়ে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রী বাড়ি ফিরছিলেন। পথে মধ্য চুয়াডাঙ্গা হাতিকাটা মোড় নামক স্থানে মোটরসাইকেল ও শ্যালাে ইঞ্জিন চালিত আলগামন গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে,ঘটনাস্থলেই মাসুম নিহত হন। এসময় তার স্ত্রী ইভা খাতুন গুরুতর আহত হয়। স্থানীয়রা ইভাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে,তাৎক্ষনিকভাবে রাজশাহী নেয়ার পথে ইভা খাতুনও মারা যান। চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.