শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৮:১৩ অপরাহ্ন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
দামুড়হুদায় প্রধানমন্ত্রীর প্রকল্প ভূমিহীন-গৃহহীনদের জন্য নির্মাণকৃত বসত বাড়ী নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত চুক্তিবদ্ধ ওয়াকসর্প মালিক ডালিমকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্মাণকৃত ঘরের দরজার মালামাল কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দিলারা রহমান।
জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প (ক) শ্রেণীর আওতায় ভূমিহীন-গৃহহীনদের জন্য দামুড়হুদা উপজেলার ৩২টি পরিবারের গৃহ নির্মাণ কাজ চলমান রয়েছে। দামুড়হুদা উপজেলা প্রশাসন কাজটির সার্বক্ষণিক দেখাশোনা করছে। গৃহ নির্মাণ ঘরের দরজা তৈরী করার জন্য দামুড়হুদা বাজারের ডালিম এসএস ইঞ্জিনিয়ারিং কর্ণার এর পরিচালক ডালিম শেখের কাছে গুনগতমানের-দরজা তৈরীর কাজ চুক্তিবদ্ধ হয়। ডালিম প্রশাসনের চোখ ফাঁকী দিয়ে চুক্তি মেতাবেক মালামাল না দিয়ে প্রতিটি দরজায় ৩ কেজি করে মালামাল কম দিয়ে দরজার কাজ শেষ করেন।
রবিবার বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসার দামুড়হুদার হঠাৎপাড়ায় নির্মাণকৃত ঘর পরিদর্শন করতে গেলে ঘরের প্রতিটি দরজায় ৩ কেজি করে মালামাল ফাঁকী দেওয়ার অভিযোগ পান এবং সেখানে চুক্তিবদ্ধ ওয়ার্ক সপের মালিক ডালিমকে দোষী সাবস্থ্য করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দিলারা রহমান। এসময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ আলি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী জিহন আলি, দামুড়হুদা মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.