শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:৪৭ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণ করা হয়েছে। রোববার বেলা ৩টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনের হলরুমে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা রাষ্ট্রের অর্থনীতির চালিকা শক্তি। সেই ব্যবসায়ীরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে এই শীতে কাউকে কষ্ট করতে হবে না। আসলে আমরা একটু যদি মানুষের কথা ভাবি, তাহলে সমাজে কারো কোনো কষ্টই থাকবে না। একে অন্যের পাশে দাঁড়াতে হবে।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম আরো বলেন, ভালো কাজ পরিচয় হয়ে থাকে। প্রত্যেকটি ভালো কাজ আপনাকে প্রকাশ করে। তাই ভালো কাজ করতে হবে।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইয়াকুব হোসেন মালিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলারী সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রির সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা ক্রিড়া সংস্থার সহসভাপতি অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সালাউদ্দিন মর্তুজা, এসএম তসলিম আরিফ (আবু), একেএম সালাউদ্দিন মিঠু, আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, হারুন অর রশিদ, কিশোর কুমার কুন্ডু, নাসির আহাদ জোয়ার্দ্দার, কামরুল ইসলাম হিরা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি প্রমুখ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.