বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১২:০১ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার চড়ুয়ারবিল বাজারে গত বুধবার ১৩-১-২১ তারিখ সড়ক দুর্ঘটনায় ৬ জন ইমারত নির্মান কারী শ্রমিক নিহত হয়।
মৃত শ্রমিক ব্যক্তিঃ (১)সাইদুর রহমান।(২) মানিক মন্ডল। (৩)মজনু মন্ডল। (৪)আজাদ।(৫)জয়ফুল।(৬)রাব্বি (৭)শফিকুল। এই সাত জন কে দশ হাজার টাকা দাফন কাফনের জন্য দেওয়া হয়েছে এবং চিকিৎসা ধিন দুই জন কে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারকে পরবর্তীতে সেনা কল্যাণ সংস্থা আর্থিক ও চাকরি প্রদানের অংঙ্গীকার করেছে।
সেনা কল্যাণ সংস্থা থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করে আর্থিক সহযোগিতায় উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার ডিজিএম জনাব মাকসুদুল করিম,ব্যাবস্থাপক শেখ বাবর আলি এবং বিপণন কর্মকর্তা মোঃ ফারুক ফেরদৌস। সহ আরো অনেক।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.