সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:৪৭ অপরাহ্ন
মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে মুজিবনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ভবনটির উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মনছুর আলম খান। অন লাইনে যুক্ত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, পিপি অ্যাড. পল্লব ভর্টাচার্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, শিক্ষারমান উন্নয়নের জন্য কারিগরী শিক্ষার কোন বিকল্প নেই। এই অঞ্চলের শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষা নিয়ে আরো এগিয়ে যাবে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.