শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় মুজিববর্ষ সেভেন ওয়ান অফিসার্স ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। চুয়াডাঙ্গার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে ২৪টি দল এ খেলায় অংশগ্রহণ করবে। চুয়াডাঙ্গা অফির্সাস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। প্রেস বিফ্রিংয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, মুজিববর্ষ উপলক্ষে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলাম। কিন্তু করোনাভাইরাসের কারনে অনেকটাই তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মুজিবর্ষের মেয়াদ বাড়ায় আমরা পুনরায় এ বর্ষটিকে আনাড়ম্বর অনুষ্ঠানের সাথে পালন করতে যাচ্ছি। চুয়াডাঙ্গায় সেভেন ওয়ান এলইডি টিভির সহযোগীতায় জেলার সরকারি দফতরের কর্মকর্তাদের নিয়ে এই ব্যাডমিন্টন প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি প্রতিযোগীতাটি খুব সুন্দর হবে। এর আগেও হঠাৎ করেই একটি ব্যাডমিন্টন প্রতিযোগীতা করেছিলাম আমরা। তবে, সেটাতে সকলেই অংশগ্রহণের সুযোগ সকলেই পেয়েছিলো। এবার শুধুমাত্র অফিসারদের নিয়ে এ খেলাটি হবে। মনে হচ্ছে বেশ জমকালো এবং মজাদার খেলা হবে।
এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আগামী ১৭ এবং ১৮ জানুয়ারী দুইদিনব্যাপী এই খেলা দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানান।
প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, হাবিবুর রহমান, ফিরোজ হোসেন, জেলা ক্রিড়া সংস্থার সহসভাপতি সোহেল আকরাম, সাংবাদিক শাহ আলম সনি, বিপুল আশরাফ, আবুল হাসেম, সোহেল সজিব, আহসান আলম, মেহেরাব্বিন সানভী প্রমুখ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.