বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০১:৫৮ অপরাহ্ন
মেহেরপুুর থেকে ফিরে, কামাল হোসেন খাঁন:
মেহেরপুর সদর উপজেলার বলিয়ার পুর গ্রামে লাটাহাম্বার উল্টে একজন নিহত ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টারসময় বলিয়ারপুর গ্রামের পান বরজের শলি ব্যবসায়ী চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার আসমানখালী বাজারে যাওয়ার পথে কুলপালা নামক স্থানে পৌঁছালে একটি কুকুরের বাচ্চা বাঁচাতে জেয়ে লাটাহাম্বার ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাতেই গাড়িটি উলটে যায়। এ সময় লাটাহাম্বার গাড়িতে থাকা ৬জন শলি ব্যবসিক আহত হয়। আহত জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে মৃত ওয়াজ আলির ছেলে আজিবরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়ায় মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজিবর মারা যায়। একই গ্রামের ৫ জন আহত হয় আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.